Home সংবাদসিটি টকস ‘তুমি চুরি করে সাধু হলে আজ’ , বিধানসভায় শুভেন্দুকে কটাক্ষ মমতার

‘তুমি চুরি করে সাধু হলে আজ’ , বিধানসভায় শুভেন্দুকে কটাক্ষ মমতার

তুমি চুরি করে সাধু হলে আজ'! বিধানসভায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। রীতিমতো আক্রমণাত্মক সুরে বললেন,’'ক'টা পেট্রোল পাম্প, ক'টা ট্রলার আছে, সব জানি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘তুমি চুরি করে সাধু হলে আজ’! বিধানসভায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। রীতিমতো আক্রমণাত্মক সুরে বললেন,’’ক’টা পেট্রোল পাম্প, ক’টা ট্রলার আছে, সব জানি। ক’বার তল্লাশি হয়েছে। ২৪ ঘণ্টার সময় দিন, আমরা দেখিয়ে দেব, কার বাড়িতে কী আছে’!

রাজ্যে দুর্নীতি ইস্যুতে এখন কোণঠাসা তৃণমূল। স্রেফ SSC নিয়োগকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা নয়, মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোরুপাচারকাণ্ডে জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তায় নাজেহাল অবস্থা। সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করে তৃণমূল। প্রস্তাবের পক্ষে আওয়াজ তোলেন শাসকদলের ১৮৯ জন বিধায়ক, আর বিপক্ষে বিজেপির ৬৪ জন।

১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অধিবেশন। যেদিন ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করল শাসকদল, সেদিনই প্রথম বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী এবং সোজা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী-সহ বিরোধীদের। বললেন, ‘আমি বিশ্বাস করি না, ED – CBI-কে ব্যবহার করছেন মোদী। এই তল্লাশি পিছনে রয়েছে বিজেপি’। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে আটক করা হয় শুভেন্দু অধিকারীকে। এরপর এক মহিলা পুলিসকর্মী যখন গায়ে হাত দিতে ভ্যানে উঠতে বলেন, তখন প্রতিবাদ করেন বিরোধী দলনেতা। চেঁচিয়ে ওঠেন, ‘ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি আই অ্যাম মেল’। বিধানসভায় সেই প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

Topics

 

Mamata Banerjee CM BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment