Home সংবাদসিটি টকস রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে, দাবি মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে, দাবি মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে। আলিপুর জেল মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে নাম না করে ফের কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে। আলিপুর জেল মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে নাম না করে ফের কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক ফায়দার আশায় আগামী প্রজন্মকে ইতিহাস জানতে দেওয়া হচ্ছে না বলেই দাবি তাঁর।

বুধবার বিকেলে আলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের অনেক টুকরো টুকরো মুহূর্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আলিপুর মিউজ়িয়াম প্রসঙ্গে বললেন, “এখানে বিপ্লবীদের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখা হয়েছে। কোনও তথ্য বিকৃত করা হয়নি।” ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের বলিদানের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দেশের ইতিহাসকে বদলে ফেলা হচ্ছে বলেও কারও নাম না করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বললেন, “নতুন করে আমাদের ভাবতে হচ্ছে? কেন? কেন নতুন ধারনা নিয়ে আসা হচ্ছে? কেন রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস, ভুগোল, বিজ্ঞানকে বদলে ফেলার ধারনা নিয়ে আসছে? যাতে আমাদের নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত সত্য জানতে না পারে। সেই কারণে এখন ইতিহাসকে সংরক্ষণ করে রাখা দরকার।”

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা যদি না থাকত, নবজাগরণ হত না। স্বাধীনতা আন্দোলনও হত না। সমাজ সংস্কারও হত না। আমরা এই মিউজিয়াম তৈরির আগে সংশোধনাগারকে বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। এই মিউজিয়াম তৈরি করা হয়েছে সব হেরিটেজকে সুরক্ষিত রেখে। বাংলা যদি না থাকতো, তাহলে স্বাধীনতা আসত না। বাংলা থেকেই বিপ্লবীরা বলিদান দিয়েছেন। একের পর এক বিপ্লবী এই জেলের কুঠুরিতে নিজেদের জীবনের পুরো সময় কাটিয়েছেন। অনেকেই এই জেলের ভিতরে ফাঁসিকাঠে ঝুলেছিলেন।”

Topics

Mamata Banerjee CM BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment