কলকাতা টুডে ব্যুরো: বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বিভাগ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দশ হাজার জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কারিগর প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি দিচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।
ITI পড়ুয়াদের সাফল্যের কথা বলতে গিয়ে মমতা বলেন, এরাজ্যে যারা প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন তাদের গর্ব করা উচিত। গোটা ভারতে মাত্র বিভিন্ন ট্রেডে ২১ জন শীর্ষস্তান অধিকার করেছে। এদের মদ্যে ৯ জন বাংলার। এরজন্য শিক্ষক ও পড়ুয়াদের শুভকামনা জানাচ্ছি। আমার মনে হয়ে এদের উত্সাহ দিতে হবে যাতে বাংলা সব ট্রেডেই শীর্ষস্থান দখল করতে পারে। জলপাইগুড়ির রানিনগরে টাটারা শিল্প গড়ছেন। এতে বিনিযোগ হবে ৬০০ কোটি টাকা। এখানে বিশেষত্ব হল ৬৬ শতাংশ মহিলা ওখানে চাকরি করেন। গত এক বছরের পরিসংখ্য়ান দেখলে চোখে পড়বে গত ১ বছরে ৪৫ হাজার মেয়ে চাকরি পেয়েছে। স্কিল ডিপার্টমেন্ট থেকে উত্কর্ষ বাংলা তৈরি করা হয়েছিল। আজ উত্কর্ষ বাংলা তার উত্কর্ষতার নমুনা দেখিয়েছে। উত্কর্ষ বাংলা থেকে কয়েক হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে। ই-মেলে চিঠি যাওয়া শুরু হবে আজ থেকেই। তিন দিনের মধ্যে আশাকরি সবাই নিয়োগপত্র পেয়ে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের নিয়োগ করা হয়েছে তাদের ইমেলের মাধ্যমে নিয়োগ পত্র পাঠানো হবে। আগামী তিন দিনের মধ্যেই সেই নিয়োগপত্র পাবে চাকরিপ্রার্থীরা। এভাবেই তিনটি অনুষ্টানের মাধ্যমে ৩০ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
Topics
Mamata Banerjee CM BJP TMC Administration Kolkata