Home সংবাদসিটি টকস ‘স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হতে হবে,’ নির্দেশ মমতার

‘স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হতে হবে,’ নির্দেশ মমতার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:করোনাভাইরাস রাজ্যে এখন নিয়ন্ত্রণে। কিন্তু তা যে কোনও মুহূর্তে বাড়তে পারে মানুষের ঔদাসিন্য আচরণের জন্য। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিক বৈঠকও করলেন তিনি।

সেখানে মমতা বলেন কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি পথে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের নেতৃত্বের কমিটি করা হয়েছে। তাঁরা সরকারকে পরামর্শ দেবে। রাজ্যের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যেই চিকিৎসা করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে সমস্ত নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, এ বার তাদের স্বাস্থ্য পরীক্ষা করব আমরা। সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসাথীর সুবিধা পায়। আমি আবেদন করব, বাইরে না গিয়ে এই রাজ্যেই চিকিৎসা করান। এখানে এখন সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’’

Topics

Mamata Banerjee CM Health Administration Kolkata

Related Articles