Home সংবাদসিটি টকস চিকিৎসক নিগ্রহে পুলিশকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

চিকিৎসক নিগ্রহে পুলিশকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি এসএসকেএম চিকিৎসক নিগ্রহের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ' ঘটনাটা আমি সকালই হ্যান্ডেল করেছি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো : সম্প্রতি এসএসকেএম চিকিৎসক নিগ্রহের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘ ঘটনাটা আমি সকালই হ্যান্ডেল করেছি। তখন মাত্র দু’জন জুনিয়র ডাক্তার ছিলেন। কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না। ঘটনাটা চার-পাঁচদিনের একটি দুর্ঘটনা সংক্রান্ত। একটা ইয়ং ছেলে মারা গেলে দুঃখ হয়। তবে ভাঙচুর, মারধর ঠিক নয়। কারণ ডাক্তাররা চেষ্টা করেন মানুষকে বাঁচাতে। পুলিশকে বলেছি তোমাদের ওখানে তো ক্যাম্প করতে বলা হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পরে তোমরা আসছ। তাছাড়া ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের পুরো নিরাপত্তা রাজ্য সরকার দেবে।” আশ্বস্ত করে এ কথা জানিয়েছেন তিনি। এর পাশাপাশি পরামর্শের সুরে এও বলেন,”আমি মনেকরি নাইটে সিনিয়র ডাক্তারদেরও থাকা উচিত।”প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাতে মহম্মদ ইরফান নামে এক যুবককে গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে আনা হয়েছিল। ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে দেখার পরে মৃত ঘোষণা করেন। জানা যায়  মৃতের বাড়ি হুগলির চুঁচুড়ায়। মৃত্যুর শংসাপত্র নিয়ে হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে মৃতের পরিজনদের বিরুদ্ধে। অভিযোগ, চারজন চিকিৎসককে মারধর করা হয়। ব্যাপক ভাঙচুর করা হয় ট্রমা কেয়ার সেন্টারে। খবর ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, ‘আমাদের ট্রমা কেয়ার সেন্টার অন্যতম সেরা। চার-পাঁচদিন ধরে নিজেদের সেরা দিয়ে চেষ্টা করেছেন চিকিৎসকরা। রাতে মারা গিয়েছে বলে ওরা ঢুকে গিয়েছে। আমি কত কষ্ট করে কত টাকা খরচ করে এই ট্রমা সেন্টার করেছি। দু’জন জুনিয়র ডাক্তারকে ওরা হেনস্থা করেছে। কোনও সিনিয়র ডাক্তার তখন ছিলেন না। পিজির সুপারকে ফোন করে আমি সরি বলেছি।’এর পাশাপাশি এই দিন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে তিনি বলেন, ‘পুলিশকেও বলেছি, ওরা (মৃতদের পরিবার) যখন মৃতদেহ নিয়ে চলে গেল, তখন তোমরাও চলে গেলে কেন? তোমাদের তো ওখানে স্থায়ী শিবির করতে বলা হয়েছিল। ঘটনা ঘটার পর তুমি আবার আসছ। তোমাদের দিক থেকেও গাফিলতি রয়েছে।’

Related Articles

Leave a Comment