Home সংবাদসিটি টকস পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়তে পারে, ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee

পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়তে পারে, ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা আরও বাড়তে পারে। ফের একবার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের জন্য রাজ্যে ২৩ টি জেলা থেকে বেড়ে ৪৬ হতে পারে। WBCS-এর সভায় এরকমই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে মমতা বলেন আরও জেলা বাড়লে প্রশাসন চালানোর জন্য আরও আধিকারিক প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না থাকায়, এখনই সম্ভব হচ্ছে না।

নয়া টাউন হলে WBCS অফিসারদের বার্ষিক বৈঠকে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আমলাদের অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর। তাঁর ঘোষণা, ”এবার থেকে একই হারে ভাতা পাবেন রাজ্যের IAS,WBCS অফিসাররা। একইসঙ্গে প্রতিবছর স্বাস্থ্যপরীক্ষার সুযোগ পাবেন তারা।”

IAS,WBCS-এর মধ্যে বৈষম্য ঘোচানোর প্রচেষ্টা বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে রাজ্যে WBCS অফিসারদের পদ বাড়াতে জেলার সংখ্যা আরও বাড়ানোর ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্যের সংখ্যা ২৩, যা একদিন বেড়ে হতে পারে ৪৬ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Topics

Mamata Banerjee CM WBCS Administration Kolkata

 

Related Articles