কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল কৃতী ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তিনি।
Congratulations to our successful students and rank- holders of Madhyamik examination! Boys and girls of our districts have shown outstanding performance, while city students too make us proud. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2022
মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। আমাদের জেলায় ছেলেমেয়েরা অসাধারণ ফলাফল করেছে। শহরের ছাত্রছাত্রীরাও আমাদের গর্বিত করেছে।’ যদিও জেলার জয়জয়কার এবারও দেখা গিয়েছে। তবে শহর থেকেও ফলাফল ভাল হয়েছে। যুগ্ম প্রথম হয়েছে জেলা থেকেই।
তিনি লিখেছেন, ‘সকল অভিভাবক, শিক্ষক–শিক্ষিকাদের কুর্নিশ জানাই। খুব দ্রুতই এই বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। ২০২৩ সালের পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়েছে। তবে যারা এই বছর উত্তীর্ণ হতে পারেনি বা আশানুরূপ ফল করতে পারেনি তারা হতাশ হও না। ভবিষ্যতের জন্য লড়াই জারি রাখো।’