Home সংবাদসিটি টকস Martyrs’ Day :’জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক!’ স্লোগান তুললেন Mamata

Martyrs’ Day :’জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক!’ স্লোগান তুললেন Mamata

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”BJP সিঙ্গল মেজরিটি পাবে না। চ্যালেঞ্জ করছি। BJPকে হারাবেন? জীবন দিয়ে লড়াই করবেন? আবার এলাকায় লোক পাঠাতে শুরু করেছে। ভুঁইফোড় নেতা পাঠাচ্ছে। কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী দিচ্ছে, লক্ষ্য রাখবেন।” মন্তব্য Mamata-র।

“বাংলার মানুষ মাথা নীচু করতে জানে না। বাংলায় টাকা দিচ্ছে না। সাতমাস ধরে টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ করেছে। রাজনীতিতে কেউ হারে, কেউ জেতে। হেরেছো বলে টাকা দেবে না? সবাই বিজেপিকে ভয় পায়, আমরা ভয় পাই না। দিল্লি গিয়ে অবরোধ করব। একশো দিনের টাকা দাও। এটা আমাদের অধিকার। গরিবের অধিকার। তাদের টাকা কেন বন্ধ করেছে? বলছে বাংলার নাম কেন থাকবে? কেন থাকবে না “?বললেন Mamata।

“দেশ ছেড়ে হাজারের উপর শিল্পপতি চলে গিয়েছেন। এটাই বিজেপির উন্নয়নের মডেল! লোকসভায় একটিও আসন BJPকে জিততে দেওয়া যাবে না। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক!” স্লোগান তুললেন Mamata ।মমতা বলেন, ‘‘আমি চাই, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম trinamool।’’

Topics

Mamata Banerjee Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment