Home সংবাদসিটি টকস Martyrs’ Day:’আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও,’ জিএসটি নিয়ে সরব Mamata

Martyrs’ Day:’আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও,’ জিএসটি নিয়ে সরব Mamata

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মুড়িতেও এখন জিএসটি। মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও,” Mamata Banerjee ।

তিনি বলেন,”বাংলা থেকে সবথেকে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায়।”রাজ্যে ৫০০টি শিল্প পার্ক হচ্ছে।” মঞ্চ থেকে ঘোষণা করলেন Mamata।তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রি তে রেশন পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, শিল্পীদের পেনশন, সবুজসাথী পাবেন। গ্রাম বাংলার কর্মীদের বলবো মানুষের পাশে দাঁড়াতে। সারা ভারতে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে আর বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমে গিয়েছে জানালেন Mamata।

তিনি বলেন,”আমাদের একদিকে শিল্প একদিকে কৃষি। ডানকুনি থেকে অমৃতসর করিডোর হচ্ছে। আসানসোলে গ্যাস পাওয়া গিয়েছে। দেউচা হয়ে গেলে বাংলায় বিদ্যুতের অভাব হবে না।”তিনি বলেন,”
আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারব। আদালতে মামলা চলছে তাই নইলে ১৭ হাজার জায়গা খালি আগে শিক্ষক নিয়োগে।”

Topics

Mamata Banerjee Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment