Home সংবাদসিটি টকস Martyrs’Day:’এই জায়গাটা অত্যন্ত পবিত্র,’২১- এর মঞ্চ থেকে বললেন Sougata Roy

Martyrs’Day:’এই জায়গাটা অত্যন্ত পবিত্র,’২১- এর মঞ্চ থেকে বললেন Sougata Roy

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো :এই জায়গাটা অত্যন্ত পবিত্র। ৯৩-এর ২১ জুলাই এই কেসি দাসের সামনে পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন মুরারি চক্রবর্তী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বলা সত্ত্বেও তিনি সমাবেশের জায়গা সরান না। সভা মঞ্চ থেকে জানালেন সৌগত রায়।

তৃণমূলের একুশে সমাবেশ উপলক্ষে ধর্মতলায় বাংলার সব প্রান্তের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। পাহাড়, জঙ্গলমহল মিলে মিশে একাকার। পাহাড় থেকে ধর্মতলার সমাবেশে এসেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। জঙ্গলমহল থেকে হাতির কাটআউট নিয়ে সভাস্থলে হাজির তৃণমূল কর্মী, সমর্থকরা।

বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে ভিভিআইপি গেট। বন্ধ বেন্টিঙ্ক স্ট্রিট। রাস্তায় গার্ড রেল বসিয়ে ব্যারিকেড। দেখাতে হচ্ছে সচিত্র পরিচয়পত্র।

Topics

Mamata Banerjee Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment