কলকাতা টুডে ব্যুরো: সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার পুরুলিয়ায় কর্মীসভা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের জেলাগুলিতে খারাপ ফল হয় তৃণমূলের। ২০২১ বিধানসভা ভোটে জেলা পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ফল লোকসভার তুলনায় ভাল হলেও বিজেপির ভোট ব্যাঙ্ক স্পষ্ট ছাপ রেখেছে।
মমতা বলেন, ”পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় আমাদের। কিন্তু জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই। এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা। আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে। আমাদের বিরুদ্ধে কুৎসা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না।”
তিনি আরও বলেন, ”তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি কোনও ভুল করে আমি থাপ্পড় মারতে পারি। এই অধিকার আমার আছে। ভাই-বোনের মতো কাজ করি। হেরে গিয়েছেন তো কী হয়েছে ঘর থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষের দরজায় গিয়ে খবর নিন। আগামীদিনে একটা সিট যেন বিরোধীরা না পায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে।”
আরও পড়ুনঃ ৩ বেলা শুধু ম্যাগি, স্ত্রীর বিরুদ্ধে মামলা স্বামীর
তিনি বলেন, ”কয়লা পাচার মামলায় ইডি-সিবিআই পাঠাচ্ছে। কাউকে বলছে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত। কাউকে বলছে গরু পাচারে যুক্ত। বিজেপি মন্ত্রীদের ঘরে সিবিআই পাঠান। বিজেপির সরকার ভেজাল সরকার।”