কলকাতা টুডে ব্যুরো: BCCI- এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর লড়তে না পারা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বললেন, ‘‘সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। ভারতীয় দলের অধিনায়ক ছিল ও। দেশকে অনেক কিছু দিয়েছে। ওকে কেন এমন অন্যায় ভাবে বাদ দেওয়া হল।’’ একটু থেমে জুড়ে দিলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানাব, সৌরভকে আইসিসিকে পাঠানো হোক।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ যদি বোর্ডে থাকতে পারে, তা হলে সৌরভ থাকবে না কেন? প্রশ্ন মমতার।
মুখ্যমন্ত্রী এও বলেন, সৌরভ যাতে আইসিসি নির্বাচনে দাঁড়াতে পারে সে ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। তাঁর কথায়, এটা রাজনীতির বিষয় নয়। সৌরভ রাজনীতির লোক নয়। ও সবাইকে নিয়ে চলে। আমি চাইব ভারতীয় ক্রিকেটের স্বার্থে সৌরভকে আইসিসি নির্বাচনের জন্য মনোনীত করা হোক।