Home রাজনৈতিক বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে ফের সরকারি কর্মচারীদের দাওয়াই মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র

বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে ফের সরকারি কর্মচারীদের দাওয়াই মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র

by Kolkata Today
কলকাতা টুডে ব্যুরো:বাঁকুড়া প্রশাসনিক সভায় মঙ্গলবার ফের সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে অগ্নিশর্মা হলেন মুখ্যমন্ত্রী। ছুঁড়ে দিলেন প্রশ্ন, “৮ বছর ধরে জলপ্রকল্পের কাজ পড়ে রয়েছে কেন?” একইসঙ্গে তাঁর দাওয়াই, “সংশ্লিষ্ট বিভাগের কান মুলে দেওয়া উচিত।”সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন,”৪-৫ বছর ধরে অনেক কাজ পড়ে রয়েছে। দ্রুত সেই কাজ শেষ করতে হবে।”মমতা জানতে চান, “টেন্ডার কীভাবে হচ্ছে? সরকারি কাজের টেন্ডার পরে রয়েছে কেন?” ধমক দেন কর্মাধ্যক্ষকেও। এর পরই তাঁর অভিযোগ, “টেন্ডারে স্বজনপোষণ চলছে।”
বাঁকুড়ার সভাধিপতির কাছে ৭ দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন তিনি। এদিকে যে সমস্ত এজেন্সি দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছে, ৪-৫ বছর পর বলছে জিনিসের দাম বাড়ায় অতিরিক্ত টাকা প্রয়োজন, তাদের ব্ল্যাকলিস্ট করার দাওয়াই দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, কোনও কাজ ফেলে রাখা যাবে না।

Related Articles

Leave a Comment