Home রাজনৈতিক ‘লুট, লুট, লুট হচ্ছে! কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে,’বললেন Mamata Banerjee

‘লুট, লুট, লুট হচ্ছে! কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে,’বললেন Mamata Banerjee

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: “কেন্দ্র মানুষের পকেট লুট করছে, আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।”পেট্রল, ডিজেল থেকে রান্নার গ্যাস, ক্রমশ দাম বেড়েই চলেছে জ্বালানির। ফলে কালঘাম ছুটছে আমজনতার।

 

সেই প্রসঙ্গে এবার ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার মেদিনীপুরের সভা থেকে মোদি সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে।

 

কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে।” ওষুধের দাম বৃদ্ধি নিয়েও মোদি সরকারকে তুলোধোনা করেন মমতা। বলেন, “ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম  বাড়িয়ে দেওয়া হল।

 

 

এই সরকার আসলে মানুষ মারার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে।” পাশাপাশি এদিন তিনি ফের আত্মবিশ্বাসী কন্ঠে বলেন, “আমরা দিল্লি জয় করবই। আপনারা পাশে থাকুন।”

Related Articles