কলকাতা টুডে ব্যুরো:‘সিঙ্গুর আন্দোলনের সময় আমাদের মারতে মারতে বের করে দেওয়া হয়, আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল, সবাই দুর্গাপুজোর আনন্দে মেতেছিলেন, কিন্তু আমার তখন রক্তক্ষরণ হচ্ছিল’, সিঙ্গুরে দাঁড়িয়ে বললেন মমতা।‘পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিঘায়’, সিঙ্গুরে সে কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন কামারকুণ্ডুতে রেল ওভারব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকে ভার্চুয়ালি রেল ওভারব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
সিঙ্গুরের বাজেমেলিয়াতে গিয়ে এদিন তিনি সন্তোষী মায়ের মন্দিরে যান। সেখানে তিনি ফুল, অর্ঘ্য নিবেদন করেন।তিনি বলেন, আমার মানসিক ছিল। যদি কৃষি জমি আন্দোলনে আমরা জয়লাভ করি তবে মায়ের একটা মন্দির করে দিয়ে আসব। আপনারা সিঙ্গুরে জয়লাভ করলেন, জমিও ফেরৎ পেলেন, সুপ্রিম কোর্টের রায়ও জিতলেন, আমরাও সামর্থ্য অনুসারে যা পারি সাহায্য করলাম। কোচ ফ্যাক্টরি হচ্ছে। আমাকে উদ্বোধন করতে আসতে হবে। একদিকে সবুজ শস্য বাংলা মা আর অন্যদিকে শিল্প।
আরও পড়ুনঃ বলিউডের খবর এক নজরে (02/06/2022)
নেত্রী বলেন, তখন আমি মানসিক করেছিলাম বলেই আমি গত চার পাঁচ বছর আগে একদিন বেচাকে ডেকে বললাম, বেচা আমাকে একটা ছোট্ট জায়গা দিতে হবে। বেচা বলল কেন দিদি? বড় জায়গাই দেব। আমি বললাম আমার থাকার জন্য নয়। একটা ছোট্ট মন্দির করতে হবে। কারণ এটা আমার কমিটমেন্ট ছিল। তোমরা জিতেছ। মা আমার কথা রেখেছেন। এটা মনের শক্তি। মনের ভক্তি। ধর্ম সবটাই হৃদয়কে কেন্দ্র করে। আমি সব ধর্মকে ভালোবাসি। আমি সব ধর্মস্থানে যাই।