Home রাজনৈতিক রাজ্য পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা মমতার

রাজ্য পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা মমতার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাজ্য পুলিসের অফিসারদের জন্য ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘এই ফোরামে পশ্চিমবঙ্গে ক্যাডারের ৮৫ জন IPS অফিসারও থাকবেন’।রাজ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পুলিশের উন্নতিতে বেশ কয়েকটি নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। এছাড়া WBPS বা রাজ্য পুলিশের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

 

তিনি বলেন, ‘রাজ্য পুলিশে ভাতায় বৈষম্য রয়েছে। সেগুলি মেটানোর চেষ্টা করছি। ডব্লুবিসিএসের সমস্যা সমাধান করা হয়েছে। পুলিশে আরও নিয়োগ হবে। যাদবপুরে নৌকা চলত, ৪০ কোটি টাকা খরচ করে সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি। গার্ডেনরিচ প্রকল্পেও ৪ লক্ষ মানুষ উপকৃত হবে বলে মুখ্যমন্ত্রীর দাবি।

 

এদিন তিনি উর্দি কেনার জন্য অ্যালওয়েন্স ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করলেন।  ৬ জনঅ্যাডিশনাল এসপিকে এসপি পদে উন্নীত করলেন। ৬ জন ডিএসপিকে অ্যাডিশনাল এসপি করলেন তিনি।এএসপিকে ২৫০০ টাকা বাড়তি ভাতা এসডিপিও ২ হাজার টাকা ভাতা ডাব্লুবিপিএস এর সংগঠন তৈরি করলেন।২০০ ডাব্লুবিপিএস এবং ২০০ ডাব্লুবিসিএস নেওয়া হবে বলে জানালেন।

Related Articles

Leave a Comment