কলকাতা টুডে ব্যুরো:”আমি নই, আমরা। সবাইকে নিয়ে চলতে হবে।” পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অমান্য করলে তাঁকে দল থেকে ছেঁটে ফেলতে সময় লাগবে না।
কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। তিনি এক প্রকার দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। “আমি নই আমরা নীতিতে চলতে হবে সকলকে। একসঙ্গে কাজ করতে হবে। সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে। সব স্তরের কর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। নিজেকে কেউকেটা মনে করলে কেটে দেব।”
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেেছন, “কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করব। যারা মাঠে বসে থাকে তাঁরা বড় কর্মী। যাঁরা মঞ্চে বসে থাকেন তাঁরা বড় নন। মানুষের জন্য কাজ করতে হবে। কারণ নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। যে কাজ করে সেই নেতাদের আমি পছন্দ করি। সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করতে হবে। সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। যে মানুষের পাশে দাঁড়ায় সেই আসল নেতা।”