কলকাতা টুডে ব্যুরো:টেলিভিশনে বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের জেরে মুসলিম সম্প্রদায়ের ধর্মবিশ্বাসে আঘাত লেগেছে বলে দাবি অনেকের। এর জেরে নূপুর শর্মাকে বহিষ্কার করেছে বিজেপি। এমনকী তাঁর বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে FIR দায়ের হয়েছে।
একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
পয়গম্বরকে নিয়ে আপত্তিকর মন্তব্যকে ঘিরে বিজেপি নেতাদের গ্রেফতারি দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইটারে মমতা লিখেছেন, সম্প্রতি কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন তাকে আমি নিন্দা করি।
আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। (২/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
তিনি আরও লেখেন,”এতে দেশে যেমন হিংসা ছড়াবে তেমনই আমাদের দেশের সাম্প্রদায়িক বুনন ও শান্তি নষ্ট হবে। দেশের একতাকে অক্ষুণ্ণ রাখতে অবিলম্বে অভিযুক্ত নেতাদের গ্রেফতারির তীব্র দাবি জানাচ্ছি। সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে সমস্ত সম্প্রদায়ের ভাই, বোনদের কাছে প্ররোচনা সত্ত্বেও শান্তিরক্ষার অনুরোধ করব।”