কলকাতা টুডে ব্যুরো:গোয়ার রাজ্য মর্যাদা দিবসে গোয়াবাসীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার ৩০ মে ছিল গোয়ার ৩৫তম রাজ্য মর্যাদা দিবস। বিশেষ দিনে গোয়ার মানুষকে শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন, ‘গোয়াবাসীর লড়াকু মনোভাবের জন্য আমার অভিবাদন।’
Today, on the statehood day of Goa, I salute the fighting spirit of the people of Goa. It is due to their struggles that Goa got full statehood on this day in 1987. We value the contributions of the fighters to that cause and appreciate their role. Let Goa prosper.
— Mamata Banerjee (@MamataOfficial) May 30, 2022
আরও পড়ুনঃ Abhishek Banerjee:বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে মামলা হাইকোর্টে
মমতা আরও লেখেন,’আপনাদের ক্রমাগত লড়াই, রাজ্য মর্যাদা পাওয়ার জন্য একনিষ্ঠতাই গোয়াকে এই মর্যাদা এনে দিয়েছিল। যাঁরা সেই লড়াই করেছেন, তাঁদের প্রতি তৃণমূলের শ্রদ্ধা। গোয়া আরও উন্নতি করুক।’