Home রাজনৈতিক ‘আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি,ওরা করেছে কুৎসার ভাণ্ডার’, বিরোধীদের খোঁচা মমতার

‘আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি,ওরা করেছে কুৎসার ভাণ্ডার’, বিরোধীদের খোঁচা মমতার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:’আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি। ওরা করেছে কুৎসার ভাণ্ডার। মিথ্যে কথা বলার ভাণ্ডার।’ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এভাবেই বিরোধীদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

তিনি বলেন, সবাই একসঙ্গে থাকবেন। সব উৎসব করবেন। যাঁরা ঈদ করেন, তাঁরা দুর্গাপুজোয় শামিল হন না? আমাদের ববিই তো আছে। দুর্গাপুজোকে কোথায় নিয়ে গিয়েছি আমরা। পুজো কার্নিভ্য়াল করেছি। আজ ইউনেস্কো কালচালার হেরিটেজ ঘোষণা করেছে। এর জন্য় ক্লাব, পুজো কমিটি, সাধারণ মানুষের অবদান রয়েছে। আর কারও নয়। এদিন তিনি বলেন, অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে।

 

 

কেউ কেউ এসে বলে দেয়, এখানে তো পুজো করতে দেয় না? যদি জিজ্ঞেস করি মা দুর্গার মন্ত্র জানো? তখন বলে, ও সবের দরকার নেই। তারা বলেন, সরস্বতী পুজো করতে দেয় না। যদি বলি সরস্বতী পুজোর মন্ত্র জানো? তখন বলতে পারে না।তিনি বলেন, ধোকলাও জানি, ধোসাও জানি। ছট পুজোও জানি, জৈনও জানি। এই ১১ বছরে যা করে দিয়েছি, চ্যালেঞ্জ করে বলছি, আমাকে ফেস করুন।

 

 

আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি সবাইকে ফেস করতে পারব। মিথ্য়ে কথা বলে লাভ নেই। কুৎসা করে লাভ নেই।  তিনি আরও বলেন, পুরোহিতরা মন্দিরে পুজো করেন, তাঁরা ভাতা পান। ইমামরাও পান। কৃষকদের পেনশন আছে। অনেক প্রকল্প করেছি। আমরা মানুষে মানুষে ভাঙি না। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাঙি না।

 

 

পাহাড়-সমতল ভাঙি না। কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু মেলাই। তোমরা তো বিভেদ করো। হাতটা বাদ দিয়ে দিন তো শরীর থেকে। তা তো হয় না। মানবতাকে রক্ষা করি। যে মানবতা আনে সভ্যতা, সংস্কৃতি, সমৃদ্ধি।  এদিন মমতা বলেন, পরের প্রজন্মকে ভাল শিক্ষা না দিলে ভাল শিখবে কী করে। ব্যক্তির স্বার্থ সবচেয়ে বড় নয়। মানুষের স্বার্থ সবচেয়ে ভাল। এটা সবসময় মাথায় রাখতে হবে।

আরও পড়ুনঃAmit Shah: শুক্রবার Sourav Ganguly বাড়ি যেতে পারেন অমিত শাহ 

 

সবাইকে সম্মান করল। একতা রক্ষা করব। বাংলাকে রক্ষা করব। বাংলাই পথ দেখাব দেশকে। এটা আমাদের চ্যালেঞ্জ। রাজনীতি করতে গেলে সমাজসেবা করতে হয়। নাম না করে প্রকাশ্যেই মোদী-শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ১১ বছরে তাঁর সরকার বাংলায় যা কাজ করেছে ক্ষমতা থাকলে তাঁর সামনে এসে দাঁড়ান। বাংলাকে বারবার অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নাম না করেই অমিত শাহ-তে নিশানা করে তিনি বলেছেন, ‘যখন কেউ বলে বাংলায় যাবেন না, গেলে খুন হয়ে যাবেন, তখন আমার গায়ে লাগে।’

Related Articles