Home সংবাদসিটি টকস হাওড়ার হংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মমতার

হাওড়ার হংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মমতার

by Soumadeep Bagchi

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একপ্রস্থ নরমেগরমে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা পয়গম্বর মহম্মদকে ( prophet mohammad) নিয়ে বিতর্কিত মম্তব্য করেছিলেন বেশ কিছুদিন আগে। নূপুর শর্মার গ্রেফতার ও শাস্তির দাবি করে হাওড়ার  বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়। শুক্রবারের পর শনিবারও নতুন করে উত্তেজনা তৈরি হয় এই সব এলাকায়। জেলায় জেলায় এই তাণ্ডবের আবহে ফের একবার ট্যুইটে শান্তি ফেরানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

হাওড়ার হিংসার ঘটনায় ট্যুইটে কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী  লেখেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে, তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি,  কষ্ট করবে জনগণ?

 

 

 

গতকাল রাতে অবরোধে আটকে পড়ে ইস্ট কোস্ট এক্সপ্রেসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসা করিয়ে হায়দরাবাদ থেকে ফিরছিলেন। দেউলটি স্টেশনে মৃত্যু হয় কেএন শ্রীণু নামের ওই যাত্রীর। 

 

আরও পড়ুনঃ ’বিরোধী দল হিসেবে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি শান্তি বজায় রাখুন,’বললেন শমীক

 

অন্যদিকে, হাওড়ায় হিংসা বন্ধের আবেদন ত্বহা সিদ্দিকির। এই হিংসার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ ফুরফুরা শরীফের পীরজাদার। অশান্তি এড়াতে সলপে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

 

মহম্মদ অবমাননা নিয়ে বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল বম্বে রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানোর পরেও রাত পর্যন্ত চলে অবরোধ। শুক্রবার আবার বিক্ষুব্ধ জনতা ভেঙে চুরমার করে দেয় বিজেপি পার্টি অফিস ।

Related Articles

Leave a Comment