Home সর্বশেষ সংবাদ করোনা আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেনের দ্রুত সুস্থতা কামনা করে টুইট মমতার

করোনা আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেনের দ্রুত সুস্থতা কামনা করে টুইট মমতার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন ।তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “শ্রদ্ধেয় অমর্ত্য দা, আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

 

শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে আসেন অমর্ত্য সেন ৷ কোভিডের ফলে হওয়া লকডাউনের জন্য প্রায় 2 বছর পৈতৃক বাড়িতে আসা সম্ভব হয়নি । এবার এলেও তিনি বাড়িতেই ছিলেন ৷ কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে বেশি মানুষজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করেননি ৷ ঘনিষ্ঠ কয়েকজন বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ।

 

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টি বহুদূরে :আবহাওয়া দপ্তর

শুক্রবার জানা গিয়েছে, সাবধানতা অবলম্বন করলেও ৮৮ বছর বয়সী অর্থনীতিবিদ করোনা আক্রান্ত । আপাতত প্রতীচীতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

Related Articles

Leave a Comment