Home রাজনৈতিক ‘বিজেপি নেতাদের কাছে ১০০ দিনের টাকা চান,’ বললেন মমতা

‘বিজেপি নেতাদের কাছে ১০০ দিনের টাকা চান,’ বললেন মমতা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:১০০ দিনের কাজের টাকা দেওয়া ৫ মাস ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে। সেজন্য দলীয় কর্মী-সমর্থকদের প্রতিবাদ-ধরনা করার বার্তাও দেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, গ্যাস-পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের থেকে কাটমানি খাচ্ছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের টাকা বিজেপি কমীদের কাছে চাওয়ার জন্য কর্মীদের বার্তাও দেন তিনি।

 

 

মেদিনীপুরে কলেজ ময়দানে সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যের থেকে টাকা কেটে নেয়। অথচ রাজ্যকে টাকা দেয় না। ১০০ দিনের কাজের টাকা দেওয়া ৫ মাস ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে। সেজন্য দলীয় কর্মী-সমর্থকদের প্রতিবাদ-ধরনা করার বার্তাও দেন তিনি।  মুখ্যমন্ত্রী বলেন, ‘ কেন্দ্রীয় সরকারের কাছে ৯২ হাজার কোটি টাকা আমরা পাব।

 

 

একটাও টাকা দিচ্ছে না। গ্রামের মানুষের পেট চলে ১০০ দিনের কাজ দিয়ে। অথচ গত ৫ মাস ধরে তা বন্ধ করে রেখেছে। আমি দলের কর্মীদের বলব, আপনারা ব্লকে ব্লকে এলাকায় এলাকায় ধরনা তৈরি করুন। বিজেপি নেতাদের কাছে ১০০ দিনের টাকা চান। বিজেপি নেতাদের বলুন ১০০ দিনের টাকা দাও তারপর এলাকায় ঢোকো। কারও গায়ে হাত দেবেন না। রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। ধরনা করুনষ স্লোগান দিন। এই রকম অনুষ্ঠান করুন।’

Related Articles