কলকাতা টুডে ব্যুরো:জাতীয় কর্মসমিতির শেষ দিনে বক্তব্য রাখেন মোদি । সেখান থেকে দলীয় কর্মীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্কও করে দেন। বলেন, “বহু রাজনৈতিক দল এদেশে দাপট দেখিয়েছে। কিন্তু এখন তারা অস্তিত্ব সংকটে ভুগছে। ”
তিনি বলেন,”এদের দেখে আমাদের শিখতে হবে। সতর্ক থাকতে হবে যাতে ওদের করা ভুলগুলো যেন আমরা না করি।” একইসঙ্গে মাঠে নেমে কর্মীদের লড়াইকেও কুর্নিশ জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বাংলাকেও পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি দেবে বিজেপি, খোঁচা অমিত শাহের
এদিন দিলীপ ঘোষ বলেন, “মোদিজির মুখে দু’বার বাংলার কথা উঠে এসেছে। উনি বলেছেন, বাংলায় রাজনৈতিক হিংসা চলছে। তারপরেও নিজেদের আর্দশচ্যুত হয়নি দলের কর্মীরা। তাঁদের প্রশংসা করেন মোদিজি। বলেন, তেলেঙ্গানা, কেরল, বাংলায় বিজেপির কর্মীদের খুন করা হচ্ছে।”