কলকাতা টুডে ব্যুরো: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কটাক্ষ পাল্টা কটাক্ষের পালা যেন শেষ হওয়ার নয়। এরই মধ্যে ধরনায় অনর চাকরি প্রার্থীরা। সোমবার মাতঙ্গিনী হাজরার পাদদেশে আন্দোলনরত Group D চাকরিপ্রার্থীদের মঞ্চে এসে একপ্রকার ক্ষোভ উগরে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “যত দিন যাচ্ছে, এ শহরটা মিছিল নগরী প্রতিবাদ নগরীতে পরিণত হচ্ছে। রাজ্য সরকার যদি রীতিনীতি সরকারি আইন মেনে গ্রুপ ডি পদে নিয়োগের ব্যবস্থা করত, তাহলে এই হাজার হাজার যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে রাস্তায় বসে থাকতে হতো না।”
তিনি অভিযোগ করেন, “যখন হাজার হাজার চাকরিপ্রার্থী রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত হয়ে দিনের পর দিন রাস্তায় বসে আছে। তখন রাজ্য সরকার তাদের কোনো সুরাহল ব্যবস্থা না করে লোক দেখানো কার্নিভাল করতে প্রস্তুতি নিতে ব্যস্ত। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের মাধ্যমে ২৫ হাজার চাকরিপ্রার্থীকে গ্রুপ ডি তে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন। তা সত্ত্বে ও বেনিয়মের চিত্র বারবার ফুটে উঠেছে। মহামান্য আদালতেও তা বারবার প্রমাণিত হয়েছে।”