‘কলকাতা টুডে ব্যুরো:”আজকে মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিলেন কিন্তু শিক্ষা দপ্তরের থেকে কি দুর্নীতি বন্ধ হয়ে যাবে “?পার্থ চট্টোপাধ্যায় কে অপসারণের পর এই প্রশ্ন তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম।
তিনি বলেন মুখ্যমন্ত্রী এটা বলা উচিত ,”যা যা দুর্নীতি হয়েছে যে যে দপ্তরে হয়েছে সেগুলোতে তিনি আর বরদাস্ত করবেন না। কান নাক মুলে বলুক যা হয়েছে অন্যায় হয়েছে এটা তো বলছেন না। এটা অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন।”
বৃহস্পতিবার সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায় কে অপসারণ করার দাবি তোলেন বিরোধী সহ খোদ দলের একাংশ।
Topics
Md Selim Congress CPM BJP TMC Administration Kolkata