কলকাতা টুডে ব্যুরো:লালকেল্লা থেকে আজকের যে ভাষণ প্রধানমন্ত্রীর মনে হয়নি মনে হয়েছে নরেন্দ্র মোদির ভাষণ আজকে তিনি লালকেল্লা থেকে পরিবার তন্ত্রের কথা বলছেন কিন্তু একবার নিজের মন্ত্রী মণ্ডলের দিকে তাকিয়ে দেখুন তিনি নিজের পরিবার ছেড়ে এসেছেন তবে তার ভাই খুব ভালোভাবেই টাকা পয়সা কামাচ্ছেন এমন করা ভাষায় নরেন্দ্র মোদির সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
তিনি সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,” স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপির যে সারনেমগুলো আছে তাদের মধ্যে একটা স্যারনেমের ব্যাক্তি জেলে যায়নি। যারা দেশের জন্য সেই সময় আত্ম বলিদান দিয়েছে মোদির শাহ ইরানি সেই একটা স্যারনেমও নেই।”
Topics
Md Selim Congress CPM BJP TMC Administration Kolkata