Home সংবাদসিটি টকস জলপাইগুড়ির সভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ সেলিমের

জলপাইগুড়ির সভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ সেলিমের

জলপাইগুড়ি জেলা পরিষদের অভিযানে এদিন উপস্থিত ছিলেন সিপিএমে রাজ্যসম্পাদক মোঃ সেলিম। তিনি বক্তব্য রাখতে গিয়ে সরাসরি শাসক দলকে নিশানা করে বলেন, "রাস্তায় অটো, টোটো বাইক কাউকে ছাড় নেই

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: জলপাইগুড়ি জেলা পরিষদের অভিযানে এদিন উপস্থিত ছিলেন সিপিএমে রাজ্যসম্পাদক মোঃ সেলিম। তিনি বক্তব্য রাখতে গিয়ে সরাসরি শাসক দলকে নিশানা করে বলেন, “রাস্তায় অটো, টোটো বাইক কাউকে ছাড় নেই। ছাড় আছে, যারা চন্দন কাঠ নিয়ে যাচ্ছে, যারা ভাইপোর কয়লা নিয়ে যাচ্ছে, যারা খাদান থেকে পাথর নিয়ে যাচ্ছে, অনুব্রতকে টোল দিচ্ছে। BDO SDO-দের ঠিক করে দিয়েছে কত টাকা দিতে হবে। একদম রশিদ কাটা। সরকারি নয়, ওটা অনুব্রত সরকারের। গোটা রাজ্যের লোক বালি কিনছেন বাড়ির করার জন্য, লোকের রাস্তা করার জন্য পাথর কিনছে এই অনুব্রত কে তৃণমূলের চোরদেরকে আমাদের বাড়তি টাকা দিতে হচ্ছে। তো আমরা ওদের চোর বলব না?”

তিনি এদিন আরও বলেন, “এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। ছেলে মেয়েরা ৫০০ দিন ধরে ধরনা দিয়েছে। ওদিকে মমতা ব্যানার্জি বলছেন আমি তো কিছু জানতাম না। পুলিশের তো একটা টিকটিকি ডিপার্টমেন্ট রয়েছে। তাদের থেকে খবর নেয় না? যখনই আমরা মিটিং করেছি মিছিল করেছি এই থানার আইসি গুলো সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিত। আর তারা সব মোবাইলে ছবি তুলত যাতে পরে তাদের বলতে পারে কেন যাচ্ছো মিটিং মিছিলে তৃণমূলের নেতারা যাতে একটু তড়পায় একটু ভয় দেখায়। তারপরে অনুব্রতর মতো লোক আইসিকে বলতো বিভিন্ন কেস দিয়ে দিতে। কত গাঁজাখুরি গল্প ফেদেছে বলুন তো?”

Topics

Md Selim Congress CPM BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment