Home সংবাদসিটি টকস কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুজনেই এই রেশন ব্যবস্থাকে তুলে দিতে চায়, দাবি সেলিমের

কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুজনেই এই রেশন ব্যবস্থাকে তুলে দিতে চায়, দাবি সেলিমের

রেশন বিতর্ক নিয়েই এবার কিন্তু রাজ্য কে একসাথে বিধলেন বাম নেতা সেলিম। তিনি বলেন, "কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুজনেই এই রেশন ব্যবস্থাকে তুলে দিতে চায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রেশন বিতর্ক নিয়েই এবার কিন্তু রাজ্য কে একসাথে বিধলেন বাম নেতা সেলিম। তিনি বলেন, “কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুজনেই এই রেশন ব্যবস্থাকে তুলে দিতে চায়। আমরা বামপন্থীরা প্রথম থেকেই বলি সার্বজনীন রেশন ব্যবস্থা। প্রথম বলা হয় টার্গেটেড কমিউনিটির জন্য রেশন দেওয়ার কথা। তারপর বাজপাইয়ের সময়ে দু ভাগে ভাগ করে দেওয়া হয় APL ও BPL। তখন আমরা বলেছিলাম না সার্বজনীন রেশন ব্যবস্থা চালু করতে। গরিব মানুষ যে রেশন থেকে উপকৃত হচ্ছে সেখানে আম্বানি বা বাজপাই কেউ রেশন তুলতে যাবে না। স্বাভাবিক অভিষেক ব্যানার্জি রেশন দোকানে লাইন দিয়ে রেশন তুলতে যাবে না। সার্বজনীন রেশনের ফলে গরিব মানুষ নিম্নবিত্ত মানুষরা উপকৃত হবে। আমাদের রাজ্যে আমরা দেখলাম রেশনে দুর্নীতি অন্যদিকে রেশন কার্ড যাচ্ছিল তার মধ্যে প্রায় এক কোটি ৬০ লক্ষ রেশন কার্ড বাতিল করে দিল। এই রেশন কার্ড বাতিল করা আসলে CA NRC সঙ্গে যুক্ত। আমরা দেখেছি বিজেপি সরকারের ভোটার কার্ড রেশন কার্ড বাতিল করা এটাই কাজ। অনেকের কাছে রেশন কার্ডই পরিচয় পত্র। পাসপোর্ট করতে গেলেও অনেক জায়গায় রেশন কার্ডকে পরিচয় পত্র হিসেবে গ্রহণ করা হয়। বলা হচ্ছে ভোটারের সাথে আধার লিঙ্ক করতে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে এর কোন দরকার নেই। এবং এতকিছুর পরে এরা রেশন কার্ডটাকে তুলে দেবে।”

তিনি আরও বলেন, “মোদি সরকার বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করে দেবো দুই হাজার কুড়ির মধ্যে তা করেনি। মমতা ব্যানার্জি বলেছিলেন কৃষকের আড়াই তিনগুণ করে দেবো। আমাদের রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কৃষিকে আমাদের খাদ্যকে আম্বানির হাতে তুলে দিতে চায়।”

Topics

Md Selim Congress  CPM  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment