মীনাক্ষী মুখোপাধ্যায়
রবিবার ব্রিগেডের ময়দানে ডিওয়াইএফআই-এর (DYFI) একাধিক মুখ আর তার মধ্যেই অন্যতম মীনাক্ষী মুখোপাধ্যায় । রাজনীতির লড়াইয়ের কথা বলতে গিয়েই ক্রিকেটের তুলনা টেনে কথা বলেন মীনাক্ষী। ”টি-টোয়েন্টি নয়, টেস্ট ম্যাচ খেলতে হবে। অর্থাৎ আমাদের লড়াই এখানেই শেষ হবে না। গোটা সিস্টেম বদলে দেওয়ার লড়াইয়ে নেমেছি। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আমাদের এই লড়াইয়ে শামিল হোন, আজ এটাই চাইছি আপনাদের থেকে।”
এদিন মীনাক্ষীর বক্তব্যে নজর ছিল একাধিক মানুষের। আসানসোলের মেয়ের ভাষণে বামেদের ভবিষ্যৎ নজরে আসছিল সকলের। মীনাক্ষী তার বক্তব্যে তুলে আনলেন একাধিক প্রসঙ্গ। বললেন তার মাঠে লড়াইয়ের কথা।
দুর্নীতি প্রসঙ্গ এদিন টেনে আনেন মীনাক্ষী
মীনাক্ষীর কথায়, ”কে বলছে বামপন্থীরা শূন্য? আরে ওদের তো শূন্যের শক্তি সম্পর্কে ধারণা নেই। শূন্যরা যদি দখলদারির লড়াইয়ে নামে, তাহলে কী হবে, ওদের জানা নেই। আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পেয়েছে।” ”আমরা সাংসদ, বিধায়ক হওয়ার জন্য লড়াই করি না। সিস্টেম বদলে দিতে চাই। টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত আমরা। তবে মাঝেমধ্যে টি-টোয়েন্টিও খেলতে হবে। আমরা তেমন খেলোয়াড়কেও ময়দানে নামাব। লড়াই ছাড়া বাঁচা যায় না। আপনাদের কাছে আবেদন, বাঁচতে চাইলে লড়াইয়ে শামিল হোন, ময়দানে আসুন। লড়াইটা নীতির, লড়াইটা আদর্শের।” দুর্নীতি প্রসঙ্গ এদিন টেনে আনেন মীনাক্ষী।
সৃজন ভট্টাচার্যও তৃণমূল-বিজেপিকে বিঁধেছেন
সূত্রের খবর এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যও তৃণমূল-বিজেপিকে বিঁধেছেন। রাজ্যের বেকারত্ব সমস্যা থেকে দুর্নীতি ইস্যুতে কথা বলেন তিনি । যখন কম্পাস ছিল না, তখন ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করতেন। আজও বামপন্থী যুবরা নিজেদের লক্ষ্য স্থির রাখার জন্য ওই তারাকেই ধরে রেখেছে। তারা দিকভ্রষ্ট হবে না কখনও।” বললেন সৃজন।