মেট্রোর ইতিহাসে নজির গড়ল পশ্চিমবঙ্গ
আরো একবার কলকাতা মেট্রোর ইতিহাসে নজির গড়ল পশ্চিমবঙ্গ। দেশের প্রথম কলকাতায় গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো চলাচল শুরু হচ্ছে আজ তারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আজ ভার্চুয়াল ভাবে মেট্রো উদ্বোধন করলেন মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পরে স্কুল পড়ূয়াদের সাথে মেট্রো সফরে যোগ দেন তিনি। গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচলের জন্য যে দুটি সুড়ঙ্গ তৈরী হয় তা ৫২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয় ২০২১ সালে। গঙ্গার তলদেশের ৩০ মিটার নিচে সুড়ঙ্গ কাটার সময়ে বহু জিনিস উদ্ধার করেছেন কেএমআরসিএল-এর ইঞ্জিনিয়ারেরা। গঙ্গার গভীরতা ১৩ মিটারের মতো তারও ৩০ মিটার নিচে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ।গঙ্গার নিচে থাকা সুড়ঙ্গের বাইরের পরিধি ৬.১০ মিটার এবং ভিতরের পরিধি ৫.৫৫ মিটার।
প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর তাদের মেট্রো যাত্রার সময় স্কুল ছাত্রদের সাথে আলাপচারিতা করেন। মেট্রো আধিকারিকদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ভিড় জড়ো হয়েছিল,। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
বুধবার সকালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচে মেট্রোর উদ্বোধন করতে চলেছেন। মঙ্গলবার কলকাতায় পৌঁছানোর পরে, তিনি রাজভবনে রাত্রিবাস করেছিলেন এবং সকাল বেলা সেখান থেকে বেরিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সড়কপথে আসেন।
গঙ্গার জলস্তর থেকে প্রায় ৩৩মিটার নিচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ তৈরি হয়েছে। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে মেট্রো অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বইবে গঙ্গা