কলকাতা টুডে ব্যুরো: দীর্ঘদিন ধরে জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক জটিলতায় পরেও মেট্রোর কাজ ব্যাহত। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে মেট্রোর কাজ প্রায় শেষ। ফলে এই অংশে চলতি বছরে শেষের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে মেট্রোর কাজ প্রায় শেষ। ফলে এই অংশে চলতি বছরে শেষের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা। pic.twitter.com/JsefTrYGdg
— Kolkatatoday (@KolkatatodayCom) September 24, 2022
এক দশকেরও বেশি সময় পার। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো চালু হল না এখনও। বরং জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক কারণে বারবার আটকে গিয়েছে কাজ। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৬ কিমি পথে অবশ্য মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। এবার শুরু হচ্ছে ট্রায়াল রান। মেট্রো সূ্ত্রে খবর, আপাতত ৫ স্টেশনে উপর দিয়ে একটি লাইনেই পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে, এ বছরের শেষের দিকে মেট্রো চালুও হয়ে যাবে বলে সূত্রের খবর।
Topics
Metro Railway Train Transportation Administration Kolkata