Home সংবাদসিটি টকস দীর্ঘ প্রতীক্ষার অবসান, শীঘ্রই খুলতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো

দীর্ঘ প্রতীক্ষার অবসান, শীঘ্রই খুলতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো

দীর্ঘদিন ধরে জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক জটিলতায় পরেও মেট্রোর কাজ ব্যাহত। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে মেট্রোর কাজ প্রায় শেষ। ফলে এই অংশে চলতি বছরে শেষের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দীর্ঘদিন ধরে জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক জটিলতায় পরেও মেট্রোর কাজ ব্যাহত। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে মেট্রোর কাজ প্রায় শেষ। ফলে এই অংশে চলতি বছরে শেষের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

এক দশকেরও বেশি সময় পার। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো চালু হল না এখনও। বরং জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক কারণে বারবার আটকে গিয়েছে কাজ। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৬ কিমি পথে অবশ্য মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। এবার শুরু হচ্ছে ট্রায়াল রান। মেট্রো সূ্ত্রে খবর, আপাতত ৫ স্টেশনে উপর দিয়ে একটি লাইনেই পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে, এ বছরের শেষের দিকে মেট্রো চালুও হয়ে যাবে বলে সূত্রের খবর।

Topics

Metro Railway  Train  Transportation Administration Kolkata

Related Articles

Leave a Comment