Home সংবাদসিটি টকস শীঘ্রই প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রোপরিষেবা

শীঘ্রই প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রোপরিষেবা

বেহালাবাসীদের জন্য সুখবর! দীর্ঘ প্রায় দেড় দশকের প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার সত্যিই! রেলের সবুজসঙ্কেত চলে এসেছে। কলকাতায় শুরু হচ্ছে আরও একটি মেট্রো রুট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বেহালাবাসীদের জন্য সুখবর! দীর্ঘ প্রায় দেড় দশকের প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার সত্যিই! রেলের সবুজসঙ্কেত চলে এসেছে। কলকাতায় শুরু হচ্ছে আরও একটি মেট্রো রুট। জোকা-তারাতলা মেট্রো পরিষেবা কবে চালু হবে তা নিয়ে অনেকদিন ধরে টালবাহানা চলছিল। অবশেষে ওই রুটে মেট্রো পরিষেবা চালু করার সবুজসংকেত দিল রেলওয়ে সেফটি কমিশন। তবে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে তারা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সেই শর্তগুলি খুব একটা কঠিন নয়। ফলে আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু হতে পারে।

গত ১৫ সেপ্টেম্বর প্রথম বার জোকা ও তারাতলায় শুরু হয়েছিল মেট্রোর মহড়া দৌড়। ওই মেট্রোপথ সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ। ওই রুটে মোট ৬টি স্টেশনে শুরু হবে প্রথম পর্যায়ের পরিষেবা। সেগুলি হল- জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। ফলে তারাতলা থেকে জোকা এবার আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।মেট্রো সূত্রের খবর, প্রাথমিকভাবে ওই রুটে আপাতত একটি করেই ট্রেন চলবে। ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছবে। সেই ট্রেনই ঘুরিয়ে আনা হবে। স্টেশন তৈরি রাখা হয়েছে। সেই সঙ্গে আপ এবং ডাউন লাইনও প্রস্তুত।

Related Articles

Leave a Comment