Home সংবাদসিটি টকস বঙ্গ BJPকে চাঙ্গা করতে শহরে ফের মহাগুরু Mithun Chakraborty

বঙ্গ BJPকে চাঙ্গা করতে শহরে ফের মহাগুরু Mithun Chakraborty

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এবার ফের বাংলার রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে Mithun Chakraborty-কে।এদিন বেলা ১২টার পর হেস্টিংসে বিজেপি দফতরে যান মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, দলের শৃঙ্খলারক্ষার বৈঠকে তিনি এদিন কথা বলবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে।

মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে রাজ্য সরকারকে যখন তুলোধোনা করছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা, তখন এ ব্যাপারে বিতর্ক থেকে কার্যত দূরেই থাকতে চাইলেন মিঠুন।দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত জানালেন মিঠুন Mithun Chakraborty। বলে দিলেন, “এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না।”

বিজেপিতে যোগদান করার পর কলকাতায় এসে প্রথমবার বিজেপির রাজ্য দফতরে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অংশ নিয়েছিলেন রাজনৈতিক আলোচনাতেও। গেরুয়া শিবির যেভাবে তাঁকে চাইবে সেভাবেই দলের পাশে থাকার ব্যাপারেও রাজ্য নেতৃত্বকে সেদিন আশ্বস্ত করেছিলেন মহাগুরু  মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে গেরুয়া শিবিরের নেতৃত্বের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

Topics

Mithun Chakraborty BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment