Home সংবাদসিটি টকস ‘তৃণমূলের ৩৮ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগে আছে,’ বিস্ফোরক দাবি Mithun Chakraborty-র

‘তৃণমূলের ৩৮ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগে আছে,’ বিস্ফোরক দাবি Mithun Chakraborty-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:তৃণমূলের ৩৮ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগে আছে। যার মধ্যে ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগে আছে বলে বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তীর। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

মিঠুন চক্রবর্তী এদিন দাবি করেন, বিজেপি কোথাও অশান্তি করেনি, বিজেপির বিরুদ্ধে একটা অশান্তি চলছে। শুধুমাত্র ভগবানই এখন পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারেন। মিঠুন আরও বলেন, কোনও ছবির রিলিজের আগে মিউজিক রিলিজ হয়, তারপর ট্রেলার ও শেষে ছবি। আর এদিন তিনি সেই মিউজকটাই লঞ্চ করে দিয়ে গেলেন। তাঁর দাবি, শুধু মাত্র ২০২৪-এই শুধু নয়, বারবারেই ফিরে আসবেন নরেন্দ্র মোদী।
এদিন মহারাষ্ট্রের প্রসঙ্গও শোনা যায় মিঠুন চক্রবর্তীর মুখে। তিনি বলেন, “একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ শুনলাম মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপি সরকার গড়ছে। এখানেও এমন হতে পারে। ১৮টা রাজ্য হাতে আছে। ৪টে হামাগুড়ি দিচ্ছে। যদি কাল অবাধ নির্বাচন হয়, তো বিজেপি জিতবে।”
মিঠুন আরও বলেন, “নির্বাচনের পরে খুব কষ্ট পেয়েছিলাম। আমিও মানুষ। তবে এই জায়গাতে দাঁড়িয়েও বলছি, এখনও যারা যেতে চান, প্লিজ চলে যান। তাহলে আমার একটা পরিষ্কার বিজেপি পাব।”

Topics

Mithun Chakraborty  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment