Home সংবাদসিটি টকস ‘আমার মনে হয় না, এত টাকা এই দুজনের হতে পারে এখানে অনেকের টাকা রয়েছে,’ বিস্ফোরক Mithun Chakraborty

‘আমার মনে হয় না, এত টাকা এই দুজনের হতে পারে এখানে অনেকের টাকা রয়েছে,’ বিস্ফোরক Mithun Chakraborty

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:“আমার মনে হয় না, এত টাকা এই দুজনের হতে পারে। এখানে অনেকের টাকা রয়েছে। ” বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

তিনি আরো বলেন,”স্যার ও ম্যাডামকে আমি অনুরোধ করব, নিজেদের এত কষ্ট দেবেন না। সত্যি কথা সকলকে বলে দিন। অপরের জন্য নিজেরা এত কষ্ট সহ্য করবেন না। ওনারা লুটের টাকা রক্ষা করতেন। তাই বলব, সত্যি কথা জানিয়েদিন সকলকে।” অর্থাৎ এদিন ইঙ্গতে মিঠুন চক্রবর্তী দাবি করলেন, শুধু মাত্র পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় নয়, ঘটনার নেপথ্যে জড়িয়ে আরও অনেকে।

এসএসসি দুর্নীতিতে জড়িত সন্দেহে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের পরই একে একে প্রকাশ্যে এসেছে বহু তথ্য। টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও নগদ প্রায় ২৮ কোটি  টাকা পেয়েছেন ইডি আধিকারিকরা। এছাড়া রয়েছে সোনা, রূপো ও দলিল। অর্থাৎ এখনও পর্যন্তু শুধুমাত্র নগদ উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। যা নিয়ে তোলপাড় বাংলা।

Topics

Mithun Chakraborty  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment