Home সংবাদবর্তমান ঘটনা ‘এমন অনেকে রয়েছেন, যাঁদের দমবন্ধ মনে হচ্ছে। সবাই তো চুরি করেননি।’: মিঠুন

‘এমন অনেকে রয়েছেন, যাঁদের দমবন্ধ মনে হচ্ছে। সবাই তো চুরি করেননি।’: মিঠুন

দুর্নীতি মামলায় কোনঠাসা রাজ্যের শাসক দল। এরই মধ্যে তৃণমূল বিধায়কদের দল বদলের প্রসঙ্গ উসকে দিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দুর্নীতি মামলায় কোনঠাসা রাজ্যের শাসক দল। এরই মধ্যে তৃণমূল বিধায়কদের দল বদলের প্রসঙ্গ উসকে দিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হুগলি ও শ্রীরামপুর জেলার প্রাক পূজা সম্মেলনী বৈঠকে উপস্থিত হয়ে মিঠুন বলেন, “৩৮ জন আমাদের সঙ্গে রয়েছে। তার মধ্যে ২১ জন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।” তিনি বলেন, “এমন অনেকে রয়েছেন, যাঁদের দমবন্ধ মনে হচ্ছে। সবাই তো চুরি করেননি। এই কনফিডেন্সটা আমি দিচ্ছি।”

একুশের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এক গুচ্ছ নেতা। ফল প্রকাশের পর তাঁদেরকে আবার একে একে ঘরে ফিরতেও দেখা গিয়েছে। তাঁদের মধ্যে একাধিক হেভিওয়েট নেতাও ছিলেন। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিল পদ্মশিবির। দল ভাঙানোর ম্যাচ হেরে বিদ্ধ হতে হয়েছিল পদ্মশিবিরকে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তারপর লোকসভা। তার আগে আবার যাতে কোনও ‘পচা আলু’ দলে না ঢোকে, তার জন্য আগেই বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত বলেছিলেন, ‘দলে আরও কোনও পচা আলু নেওয়া হবে না।’ সেই প্রসঙ্গেই মিঠুন চক্রবর্তী বলেন, “ওঁ বলেছিলেন পচা আলু নেবেন না। কিন্তু আমি বলেছি, এমন অনেকে রয়েছেন, যাঁদের দমবন্ধ মনে হচ্ছে। সবাই তো চুরি করেননি। এই কনফিডেন্সটা আমি দিচ্ছি। তাঁরা সবাই সমান নয়। আমি যাঁদের নাম নিয়েছি, তাঁরা এমন নন। এরপর শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।”

 

Related Articles

Leave a Comment