বেজে গিয়েছে ভোটের দামামা। এই অবস্থায় দু’দিনের সফরে নিজের রাজ্য গুজরাটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওয়াকিবহাল মহলের মতে, পাতিদার গোষ্ঠীকে কাছে টানতেই মোদির এই সফর। আর প্রথম দিনই মোদির ঘোষণা, ”আমি আজ যা হয়েছি তা গুজরাটের জন্যই।”
এদিন আটকোটে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”এই ৮ বছরে আমাদের সৎ প্রচেষ্টা ছিল বাপু ও সর্দার পটেলের স্বপ্নের ভারত গড়ে তোলার। যেখানে দরিদ্র, দলিত, আক্রান্ত, উপজাতি, মহিলারা ক্ষমতাবান হবেন। যেখানে স্বাস্থ্যবিধি ও সুস্বাস্থ্য হবে জীবনধারণের একটি উপায়।”
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাথায় শিক্ষামন্ত্রীও
রাজকোটের হাসপাতালটি প্রসঙ্গে মোদি বলেন, ”যখন মানুষের চেষ্টা ও সরকারের প্রচেষ্টার মধ্যে যোগসূত্র তৈরি হয়ে যায়, তখন আমাদের সেবার শক্তি বৃদ্ধি পায়। রাজকোটের এই আধুনিক হাসপাতাল তারই বড় উদাহরণ হয়ে থাকল।” এরপর গুজরাটের প্রশংসায় তিনি জানান, ”আজ আমি যা হতে পেরেছি তা গুজরাটের জন্য।”