দেশটাকে কমার্শিয়ালাইজ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে,’ বিজেপির বিরুদ্ধে অভিযোগ Firhad Hakim-এর
কলকাতা টুডে ব্যুরো:প্রবীণদের জন্য ট্রেনের রিজার্ভেশনে এবং ট্রেন ভাড়ায় ছাড় তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ প্রসঙ্গে এদিন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কেন্দ্র সরকারের এই প্রবণতা অত্যন্ত খারাপ। এরা দেশটাকে কমার্শিয়ালাইজ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর পিছনে কোনও যুক্তি নেই।
অনেকে যারা পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর জন্য রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন। তাদের এ ধরনের দাবিও অমূলক। কারণ বিগত দিনে রাজ্য সরকার জ্বালানি তেলের ভ্যাট কমিয়েও কোন লাভ হয়নি বলেও এদিন জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।