Home সংবাদসিটি টকস ‘যতদিন বেঁচে থাকব জীবনটাই খেলতে খেলতে কেটে যাবে,’ মোহনবাগানের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন Mamata

‘যতদিন বেঁচে থাকব জীবনটাই খেলতে খেলতে কেটে যাবে,’ মোহনবাগানের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন Mamata

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে নবনির্মিত ক্লাব তাঁবুর উদ্বোধন অনুষ্ঠানে বুধবার উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মোহনবাগানের ইতিহাস মোহনবাগানের ঐতিহ্যের কথা বলতে গিয়ে যথেষ্ট ভাবুক হয়ে পড়েন।

মমতা বলেন, “খেলা হবে কেন বলেছিলাম? জীবনটাই তো খেলার। জন্ম হবে জানি, মৃত্যু কবে জানি না। যতদিন বেঁচে থাকব জীবনটাই খেলতে খেলতে কেটে যাবে। বাংলায় নবজাগরণের জন্ম। স্বাধীনতার জন্ম। মোহনবাগানের ইতিহাস কেউ ভুলবে না। একদিকে দেশের আন্দোলন হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সবাইকে কুর্নিশ।” তিনি বলেন বাংলায় আগে কুৎসা রটানো এভাবে হতো না বাংলার কালচার গর্ব করার মতো ছিল তবে ইদানিং সেটা পাল্টে গেছে।

একইসঙ্গে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবেরও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মমতাকে। এদিন মমতাকে আরও বলতে শোনা যায়, “ক্লাবগুলোকে কেন্দ্র করে খেলাধুলা, সংস্কৃতি সব হয়। মোহনবাগানের তুলনা সে নিজেই। মোহনবাগানের মাটি সোনার চেয়েও খাঁটি।”

উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানালেন, মোহনবাগানের আবেগ কোনওদিনও ভোলা যাবে না। যতই মোবাইলের জমানা আসুক না কেন, এই আবেগ কেউ ভুলতে পারবেন না।

Topics

Mohunbagan Mamata Banerjee Football Sports Kolkata

Related Articles

Leave a Comment