Home সংবাদসিটি টকস মাঙ্কিপক্স, কি মহামারী? কি নির্নিয় নিতে চলেছে WHO?

মাঙ্কিপক্স, কি মহামারী? কি নির্নিয় নিতে চলেছে WHO?

by Soumadeep Bagchi

আগামী সপ্তাহের ২৩ জুন মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সেখানে কোভিডের পরে মাঙ্কিপক্স আবার বিশ্বের সামনে নতুন বিপদ ডেকে আনছে কি না, তা নিয়ে পর্যালোচনা করা হবে। গত ২ মাসে বিশ্বজুড়ে মোট এক হাজার আক্রান্তের খোঁজ মিলেছে। যা নিয়ে উদ্বিগ্ন ব্রিটেন-আমেরিকাসহ বিভিন্ন ইউরোপীয় দেশ। মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলি থেকে এই রোগ ছড়াচ্ছে।

 

হু প্রধান তেদ্রো আধানম ঘেব্রেসুস সাংবাদিকদের জানান, মাঙ্কিপক্সের সংক্রমণ অস্বাভাবিভাবে বেড়ে চলেছে। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। সে কারণে এই মুহূর্তে একটি জরুরি পর্যালোচনা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আগামী সপ্তাহেই ওই বৈঠক হবে। সেখানে এই অসুখের গোষ্ঠী সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। মাঙ্কিপক্সের সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে, তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে এর ঝুঁকি বা বিপদ কতটা, সেটাই আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠবে বলে তিনি জানান।

 

তিনি আরও জানান, বৈঠকে মাঙ্কিপক্সের ও এই ভাইরাসের নাম পরিবর্তন নিয়েও সংস্থার সদস্য দেশগুলি ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। খুব শীঘ্রই আমরা ভাইরাস ও রোগের নতুন নাম জানিয়ে দেব, বলেন তেদ্রো। তাঁর এই ঘোষণার নেপথ্য কারণ হল, গত সপ্তাহেই প্রায় ৩০ জন বিজ্ঞানীর এই রোগের নাম বদল করার দাবি জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ মমতার বৈঠককে গুরুত্বহীন বলে দাবি শুভেন্দুর

 

মাঙ্কিপক্সের সাধারণ উপসর্গগুলি হল— জ্বর, গলা ফোলা, সারা গায়ে গুটি বসন্তের মতো ফুসকুড়ি বেরনো। কিন্তু, আমেরিকার স্বাস্থ্য সংস্থাগুলি গত সপ্তাহে জানায়, হাল আমলের আক্রান্তদের মধ্যে জ্বর-সর্দির কোনও লক্ষণ থাকছে না। কিছু ক্ষেত্রে সারা গায়ে গুটি বেরচ্ছে না। শরীরের দু-একটি জায়গায় গুটি দেখা যাচ্ছে। তেদ্রো পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, এ বছর মোট ৩৯টি দেশে এই রোগ দেখা দিয়েছে। যার মধ্যে ৩২টি দেশে হাল আমলে সংক্রমিত হয়েছে। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। হু এখনও গণ টিকাকরণের কোনও নীতি নির্ধারণ করেনি। যদিও তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবারই ১ লক্ষ ১০ হাজার টিকা কিনেছে।

Related Articles

Leave a Comment