কলকাতা টুডে ব্যুরো: ‘মা কালী’ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে সারা দেশ জুড়ে। অন্যদিকে এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রং। ‘কালী’ ছবির পোস্টার নিয়ে মহুয়া মৈত্র বলেছিলেন, “কালী হচ্ছেন এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। “আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর।
Would advise BJP Troll-In-Charge for Bengal to tell his masters to stop commenting on things they have no clue about.
Didi O Didi got them the boot.
Now Maa O Maa will get them a foot on their chest.— Mahua Moitra (@MahuaMoitra) July 10, 2022
বিজেপির তরফ থেকে মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করার দাবিও তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও মহুয়া মৈত্রের বক্তব্যকে ব্যক্তিগত বলে দূরত্ব বজায় রেখেছে। বরং দল এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না বলে টুইট করে জানায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
অন্যদিকে রবিবার ফের পাল্টা বিজেপিকে খোঁচা দিয়ে সাংসদ মহুয়া মৈত্র টুইট করে বলেন, ” বাংলার বিজেপি ট্রোল ইনচার্জকে পরামর্শ দেবো যে বিষয়টা নিয়ে জানেন না সেই নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন নেই। এর আগে ‘দিদি ও দিদি’ বলে তাদেরকে জুতো পেতে হয়েছে ।এবার ‘মা ও মা’ বললে মা বুকে পা তুলে দেবেন।”