Home News Gallery ফের বিজেপিকে খোঁচা দিয়ে সাংসদ মহুয়া মৈত্র-র টুইট

ফের বিজেপিকে খোঁচা দিয়ে সাংসদ মহুয়া মৈত্র-র টুইট

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: ‘মা কালী’ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে সারা দেশ জুড়ে। অন্যদিকে এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রং। ‘কালী’ ছবির পোস্টার নিয়ে  মহুয়া মৈত্র বলেছিলেন, “কালী হচ্ছেন এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। “আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর।

 

 

বিজেপির তরফ থেকে মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করার দাবিও তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও মহুয়া মৈত্রের বক্তব্যকে ব্যক্তিগত বলে দূরত্ব বজায় রেখেছে। বরং দল এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না বলে টুইট করে জানায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

 

অন্যদিকে রবিবার ফের পাল্টা বিজেপিকে খোঁচা দিয়ে সাংসদ মহুয়া মৈত্র টুইট করে বলেন, ” বাংলার বিজেপি ট্রোল ইনচার্জকে পরামর্শ দেবো যে বিষয়টা নিয়ে জানেন না সেই নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন নেই। এর আগে ‘দিদি ও দিদি’ বলে তাদেরকে জুতো পেতে হয়েছে ।এবার ‘মা ও মা’ বললে মা বুকে পা তুলে দেবেন।”

Related Articles

Leave a Comment