Bigg Boss 17 Winner:
‘বিগ বস্ ১৭’-এর প্রায় সাড়ে তিন মাসের সফর যার অন্তিমপর্ব শেষ হল রবিবার। এই সিজনে ছিল ১৭ জন প্রতিযোগী । এবারের খেলায় ছিল মন ও মাথার খেলা যেখানে সকলকে হারিয়ে বিজয়ী হলেন মুনাওয়ার ফারুকি।
মুনাওয়ার ফারুকির সঙ্গে সেরা চারে ছিলেন মন্নরা চোপড়া, অভিষেক কুমার ও অঙ্কিতা লোখন্ডে। প্রথম থেকে দর্শকেরা সেরা দুইয়ে এগিয়ে রেখেছিলেন অঙ্কিতা ও মুনাওয়ারকে। তবে চার নম্বরে স্থানে উঠে বেরিয়ে যান আঙ্কিতা যা খানিকটা দুঃখ দেয় আঙ্কিতার ফ্যানেদের।
প্রথম থেকেই মুনাওয়ার জানিয়েছিলেন ট্রফি ‘ডোংরি’ আসছে। সেটাই সত্যি করে দেখালেন এই নেটপ্রভাবী। কিন্তু মুনওয়ার পুরস্কার জিততেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। একাধিক দর্শকের অভিযোগ, ‘বিগ বস্’-এ সবটাই গড়াপেটা! মুনাওয়ার যে জয়ী হবেন, তা আগে পূর্বনির্ধারিত। অবশেষে ট্রফি হাতে সকলকে জবাব দেন তিনি।
কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’-এর জয়
পর পর দুটি রিয়্যালিটি শো জিতলেন মুনাওয়ার। এর আগে কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’-এর জয়। তার পর সলমনের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার। প্রথম থেকেই ‘বিগ বস্’-এরের ঘরের চর্চিত প্রতিযোগী তিনি। ২০২১ সালের ১ জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হতে হয় তাঁকে। তার পর শোয়ের মধ্যে তাঁর জীবনের একধিক দিক তুলে ধরা হয় সেটা প্রেম জীবন হোক বা বিয়ে । সেই নিয়েও হয়েছে অনেক সমালোচনা।
শেষমেশ তাঁর হাতেই ট্রফি দেখে গড়াপেটার অভিযোগ তোলেন তাঁর নিন্দকেরা। অবশেষে নীরবতা ভেঙে মুনাওয়ার বলেন, ‘‘যদি সবটা পূর্বনির্ধারিত হত, তা হলে আমাকে শোয়ে এত কিছু সহ্য করতে হত না। আমার উপর গড়াপেটার অভিযোগ তোলার আগে অনুরোধ করব গোটা সিজ়নটা ভাল করে ফের দেখে নিন তাঁরা।’’ অনেককেই পাশে পেয়েছেন মুনাওয়ার। তাঁর কথায়, ‘‘হ্যাঁ আমার একটা বড় অনুরাগী সংখ্যা রয়েছে। তবে এ ধরনের শোয়ের আসলে অনুরাগী খুইয়ে ফেলার ভয়ও থাকে। যাঁরা আমাকে নিয়ে তির্যক মন্তব্য করছেন, আমি তাঁদের ধারণা বদলাতে পারব না। ‘বিগ বস্’-জেতার পর ধারণা পাল্টাতে চাইও না।’’