Home Uncategorized গুণ্ডামিতো এদের জেনেটিক বৈশিষ্ট্য : কুণাল

গুণ্ডামিতো এদের জেনেটিক বৈশিষ্ট্য : কুণাল

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধূমদ্দুমার পরিস্থিতি। জায়গাটা জায়গায় পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষ। জ্বালানো হল পুলিশের গাড়ি, ভাঙা হল সরকারি সম্পত্তি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধূমদ্দুমার পরিস্থিতি। জায়গাটা জায়গায় পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষ। জ্বালানো হল পুলিশের গাড়ি, ভাঙা হল সরকারি সম্পত্তি। এই নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলতে ছাড়ে নি শাসক দল। পাল্টা বিজেপির দাবী এই সব চক্রান্ত, দিলীপ ঘোষ বলেন, ‘ রাস্তা দিয়ে হাজার হাজার লোক বিজেপির পতাকা নিয়ে যাচ্ছিল। যারা আগুন লাগিয়েছে তারা বিজেপির লোক নয়, বহিরাগত।’এই প্রসঙ্গে পাল্টা কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হযে কুণাল জানান, “বিজেপির তথাকথিত নবান্ন অভিযান, সেটা মর্মান্তিক ভাবে ফ্লপ হয়েছে। এবং তাদের নেতৃত্বের এই ছেলেমানুষি ও দিশাহীনতা। এক একজন চলেছেন এক এক পথে এবং তার পর কিছু গুন্ডার পরিকল্পিত তান্ডব, কখনো ইট বৃষ্টি কখনো পুলিশকে মার, কখনো পুলিশের গাড়িতে আগুন। বিজেপি নেতৃত্ব বুজতে পেরেছে যে খুব খারাপ প্রতিক্রিয়া পড়েছে এই বাংলায়, খুব কুৎসিত নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে ফলে সেটাকে ধাম চাপা দিতে আজ সব নাটক করতে নেমেছেন। টুইট মালব্য, সে নাকি কো অবসার্ভার তো অবসার্ভ করার সময় কোথায় ছিলেন বাবু? কোথাও তো তাকে দেখা যায় নি। আর এখন মনে হচ্ছে এই হামলা গুলো বিজেপি করে নি। সকল তথ্যপ্রমাণ রয়েছে কে করেছে, পুলিশের ওপর হামলা করা হয়েছে। সারা ভারত দেখলো বিজেপির গুন্ডাম।”

সরাসরি কেন্দ্রকে নিশানা করে কুণাল বলেন,” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে গুণ্ডামিতে সবথেকে প্রথম রাজ্য হয়েছে বিজেপির ত্রিপুরা।।গুণ্ডামিতো এদের জেনেটিক বৈশিষ্ট্য। এইখানেও সেই গুন্ডাম করতে গেছে। গুটি কয়েক লোক, বাইরে থেকে লোক ঢুকিয়ে ইট মারা গন্ডগোল করা, আর আজ তারা বলছে তারা করে নি, করানো হয়েছে। মিথ্যা কথা বলছে। BJP করেছে, পরিকল্পিতভাবে করেছে।”

Topics

Nabanna Protest Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment