কলকাতা টুডে ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গুলি’ মন্তব্যের প্রতিবাদে লালবাজার অভিযানে নামে বিজেপির যুব মোর্চা। বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনের কার্যালয় থেকে মিছিল বেরিয়ে কলেজ স্ট্রিটের দিকে যায়। কলেজ স্ট্রিটের মুখেই মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন শতাধিক বিজেপি কর্মী, সমর্থক।
গেরুয়া শিবিরের মিছিল শুরু হয়ে রাজ্য দফতর থেকে বেরিয়ে ঢুকে যায় কলেজ স্ট্রিটের দিকে। মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানেই রাস্তায় বসে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি কর্মীদের অনেকের হাতেই দেখা গিয়েছে খেলনা বন্দুক। নবান্ন অভিযানে আহত কলকাতা পুলিশের এসি দেবজিৎ চট্টোপাধ্যায়কে হাসপাতালে দেখে বেরিয়ে আসার পর অভিষেক বলেছিলেন, ‘‘আমি ওই অফিসারকে বলেছি, আমি আপনাকে স্যালুট করি। আমার সামনে যদি কেউ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিত, পুলিশকে মারত, আমি তাদের মাথায় শ্যুট করতাম!’’ বিজেপির মিছিলে খেলনা বন্দুক নিয়ে অভিষেকের সেই মন্তব্যেরই প্রতীকী প্রতিবাদ দেখানো হচ্ছে বলে দাবি বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁয়ের। মিছিল থেকে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগও তোলেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, ‘‘এক সাংসদ যে ভাবে মিটিং-মিছিলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আজ তার প্রতিবাদেই পথে নেমেছি। পুলিশের গুলি ফুরিয়ে যাবে, তবু আমাদের প্রতিবাদ থামানো যাবে না। বন্দুকের চেয়ে কলমের শক্তি যে অনেক বেশি, তা তুলে ধরতেই আমাদের হাতে রয়েছে খেলনা বন্দুক ও আসল কলম।’’
Topics
Nabanna Protest Rally BJP TMC Administration Kolkata