Home সংবাদসিটি টকস ‘দিলীপের নখের যোগ্য নয় কেউ’, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণাল ঘোষের

‘দিলীপের নখের যোগ্য নয় কেউ’, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণাল ঘোষের

আবার বিজেপিকে নিশানা সাধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নবান্ন অভিযান নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রীতিমতো তুলোধনা করেছেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আবার বিজেপিকে নিশানা সাধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নবান্ন অভিযান নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রীতিমতো তুলোধনা করেছেন। একই সঙ্গে রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি প্রসঙ্গে কুণালের মন্তব্য, “দিলীপের নখের যোগ্য নয় সুকান্ত, শুভেন্দু”।

কুণাল বলেন, “ফ্লপ নবান্ন অভিযান। তারপর দিশেহারা BJP। পুলিশ মার খেয়েছে কিন্তু, গুলি চালায়নি। BJP কর্মীরা নেতাদের নির্দেশে হামলা করেছে। আমরা সারা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনুরোধ করছি এই গুন্ডাদের দেখলে পুলিশে খবর দিন।”

দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, “দিলীপ ঘোষকে ফের অক্সিজেন দিচ্ছে দিল্লি। আর আপনাকে টেক্কা দিতে না পেরে এরা জনজীবন বিপর্যস্ত করতে নেমেছে।” শুভেন্দু অধিকারীকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, “মহিলা পুলিশের গল্প দিয়ে শুভেন্দু আত্মসমর্পণ করেছিলেন। এরপর নিজে লালবাজারে ছিলেন। পথে তাঁর নির্দেশে নেতারা অশান্তি করেছে।” তিনি বলেন, ” BJP-র দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নিজেদের মধ্যেই কোনও সমন্নয় নেই”। তিনি আরও বলেন, “মহিলা পুলিশ বরাবর থাকে। এই প্রথমবার নয়। শুভেন্দু অধিকারী জানেন না? ওখানে তো পুলিশ পুলিশ কর্মীরাও ছিল। আসলে তিনি আগেভাগে ময়দান ছাড়তে চেয়েছিলেন।”

Topics

Nabanna Protest Rally BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment