কলকাতা টুডে ব্যুরো: লকেট চ্যাটার্জি, শুভেন্দু অধিকারীকে তোলা হল প্রিজন ভ্যানে। লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসা শুভেন্দুর। বলেন, ‘ইয়ার্কি মারছেন আমার সঙ্গে?’ এরপর বচসা আরও বাড়তে থাকায় পুলিশের প্রিজন ভ্যানে প্রথমে তোলা হয় লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে। পরে ভ্যানে তোলা হয় বিরোধী দলনেতাকে।
BJP-র নবান্ন অভিযান।এরই মধ্যে Suvendu Adhikary -কে গ্রেফতার করল পুলিশ।#Protest #Rally #Nabanna #BJP pic.twitter.com/J3gcZQxZ15
— Kolkatatoday (@KolkatatodayCom) September 13, 2022
নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। অভিযানে যোগ দিতে যাওয়ার সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি কখনও বলেনি নির্বাচন ছাড়া চেয়ারে বসে পড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে North Korea বানিয়ে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী লেডি কিম হয়ে গিয়েছেন। তিনি নিজে পালিয়ে গোটা রাজ্যের সিভিক পুলিশ থেকে সকল পুলিশকে রাস্তায় নামিয়েছেন।’ আরও বলেন, ‘আমি জানতাম কোলাঘাট থেকে এলে ধূলাগড়ে আটকাত। পুলিশের ভিতরেও আমার লোক আছে প্রচুর। আমি এখন সাঁতরাগাছি যাওয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিবাদে বিশ্বাস করিনা। এটা বিজেপির অনুষ্ঠান।’
অন্যদিকে, দিলীপ ঘোষের মিছিল আটকাতে বন্ধ করা হল হাওড়া ব্রিজ। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
Topics
Nabanna Protest Rally BJP TMC Administration Kolkata