Home সংবাদসিটি টকস পুলিশের এই দমন পিরণ ভারতবর্ষের ইতিহাসে খুব কম দেখা যায় : সুকান্ত

পুলিশের এই দমন পিরণ ভারতবর্ষের ইতিহাসে খুব কম দেখা যায় : সুকান্ত

হাওড়ার মিছিল থেকে আটক সুকান্ত মজুমদার। বিজেপি- র নবান্ন অভিযানে উত্তপ্ত হাওড়াতেও । বিজেপি কর্মীদের অবরুদ্ধ করতে হাওড়াতেও চলল জলকামান , ছোড়া হল কাদানে গ্যাস, হল লাঠিচার্জ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: হাওড়ার মিছিল থেকে আটক সুকান্ত মজুমদার। বিজেপি-র নবান্ন অভিযানে উত্তপ্ত হাওড়াতেও। বিজেপি কর্মীদের অবরুদ্ধ করতে হাওড়াতেও চলল জলকামান, ছোড়া হল কাদানে গ্যাস, হল লাঠিচার্জ। পুলিশের দিকে পাল্টা ইট ছোড়ারও অভিযোগ ওঠে। পুলিশ বোমা ছুড়ছে বলে অভিযোগ করলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, “পুলিশ বোমা ছুড়ছে, বোমার আওয়াজ পাওয়া যাচ্ছে।” আটক হওয়ার পর সুকান্ত বলেন, “আজকে আমাদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ যে আন্দোলন। সেই আন্দোলনকে পুলিশ ও প্রশাসন নিষ্ঠুরতার সঙ্গে যে দমন পিরণ করলো সেই দমন পিরণ ভারতবর্ষের ইতিহাসে খুব কম দেখা যায়। আজ এমন ভাবে ব্যারিকেট তৈরি করা হয়েছিল যে ব্যারিকেট একসময় যখন ইন্ডিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইমার্জেন্সি চালু করেছিলেন সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায় এই ধরণের ব্যারিকেট তৈরি করেছিলেন। আজকে সেই ব্যারিকেট আমরা হাওড়ার রাস্তায় দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম BJP কে আটকানোর জন্য। সর্বশেষে আমাদের গ্রেফতার করা হয়। ভিজে অবস্থায় আমরা এখন শিবপুর থানায় বসে আছি। আমরা পুলিশের কথা মতো শান্তিপূর্ণ ভাবে গ্রেফতার হয়েছি।”

Topics

Nabanna Protest Rally Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment