কলকাতা টুডে ব্যুরো: নবান্ন অভিযানের শুরুতেই শুভেন্দুকে আটকে দিল পুলিশ। পিটিএসে দ্বিতীয় হুগলি সেতুর মুখেই ব্যারিকেডে আটকে বাধা দেওয়া হয় শুভেন্দু, লকেটকে। তারপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানে
প্রশাসনকে কটাক্ষ শুভেন্দুর
দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তাদের। লালবাজার বসেই ফেসবুক লাইভ করে বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, ” পার্টির কেদ্যার রা ঘরে ঢুকে গেছে, আর পুলিশ গুলোকে বাধ্য করেছে রাস্তায় নাবতে।”
Topics
Nabanna Protest Rally Suvendu Adhikary BJP TMC Administration Kolkata