Home রাজনৈতিক ১০০ বছরে পা দিলেন নরেন্দ্র মোদির মা, মায়ের পা ধুয়ে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী

১০০ বছরে পা দিলেন নরেন্দ্র মোদির মা, মায়ের পা ধুয়ে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:১০০ বছরে পা দিলেন হীরাবেন মোদি । মায়ের শততম জন্মদিনে গাঁধীনগর বাড়িতে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী। ধুমধাম করে হিরাবেনের শতবর্ষ উদ্‍যাপন করছে গোটা পরিবার।

 

 

শনিবার ১৮ জুন হীরাবেন মোদির জন্মদিন উপলক্ষে গুজরাতে বিশেষ অনুষ্ঠান হবে। শনিবার সারাদিন ধরে গান্ধীনদরে বিভিন্ন অনুষ্ঠান হবে। মন্দিরে চলবে পুজোপাঠ। চলতি মাসে মোদির এই নিয়ে তৃতীয়বার গুজরাত গেলেন। এবার সফর ২ দিনের। এবারের সফল ভাদোদরায় ২১ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন। অন্য দিকে, হীরাবেন মোদির নামে এবার রাস্তার নামকরণ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ WBJEE Result 2022 Declared: প্রকাশিত হল ওয়েস্টবেঙ্গল জয়েন্ট ২০২২-এর রেসাল্ট

 

গাঁধীনগরের বাড়িতে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে দেখা গিয়েছে, মায়ের জন্য নৈবেদ্য সাজিয়েছেন মোদি। ধুইয়ে দিয়েছেন চরণ যুগল। আশীর্বাদ নিয়েছেন মায়ের। মা ও ছেলের আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ্যে এসেছে। ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। রাজধানীতে হাজারো ব্যস্ততা সামলেও বারবার মায়ের টানে গুজরাতে চলে আসেন মোদি।

Related Articles

Leave a Comment